মুর্শিদাবাদ জেলায় পুলিশের ‘সংযোগ ‘ প্রকল্পের মাধ্যমে সোমবার 13 জন অসহায় বয়স্ক ব্যক্তিদের ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হয় । বহরমপুর যে সমস্ত বয়স্ক ব্যক্তিকে দেখার কেউ নেই তাদেরকে পুলিশের সহযোগিতায় মুর্শিদাবাদের মেডিকেল কলেজের নিয়ে গিয়ে টিকাকরণ করা হয় । আগামী দিনে এই প্রকল্পের মাধ্যমে আরও বয়স্ক ব্যক্তিদের টিকাকরণ করানো হবে বলে জানানো হয় পুলিশের তরফ থেকে।
মধ্য পুরের বাসিন্দা রেনুকা দে বলেন তিনি বেশিক্ষণ দাঁড়াতে পারেন না পায়ের সমস্যার জন্য। পুলিশের উদ্যোগে তিনি আজ কভিড ভ্যাকসিনের প্রথম ডোজ পান এবং তাদের দ্বিতীয় ডোজ এর ব্যবস্থা করার কথাও বলা হয়েছে।
কল্যাণী পাল বহরমপুরের বাসিন্দা অসুস্থ স্বামীর সাথে একলা থাকেন । লাইনে দাঁড়িয়ে ভ্যাকসিন নেওয়ার মতো শারীরিক ক্ষমতা তার নেই, কিন্তু পুলিশের সহযোগিতায় তারা পুলিশের গাড়িতে করে গিয়ে ভ্যাকসিন নেন। পুলিশ কর্তা কে তিনি অসংখ্য ধন্যবাদ জানান, বয়স্ক মানুষদের জন্য এমন এক সহযোগিতামূলক উদ্যোগ নেওয়ার জন্য।