Thursday, April 18, 2024
spot_img
spot_img
Homeখবরশারীরিক যন্ত্রণার চেয়ে হৃদয়ের এবং গণতন্ত্রের যন্ত্রণা অনেক বড়।

শারীরিক যন্ত্রণার চেয়ে হৃদয়ের এবং গণতন্ত্রের যন্ত্রণা অনেক বড়।

পায়ে যন্ত্রণা সত্বেও তিনি হুইল চেয়ারে সারা বাংলা ঘুরে প্রচার করবেন বলে জানিয়ে দিলেন, তৃণমূল কংগ্রেস নেত্রী, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

জনস্বার্থে প্রচার

নন্দীগ্রামে আহত হওয়ার পর আজই প্রথম দলীয় কর্মসূচীতে অংশ নেন তিনি। নন্দীগ্রাম দিবস উপলক্ষে কলকাতায় মেয়ো রোডে গান্ধী মূর্তি থেকে হাজরা মোড় পর্যন্ত তৃণমূল কংগ্রেসের পদযাত্রায় হুইল চেয়ারে বসে নেতৃত্ব দেন তিনি।

হাজরা মোড়ের সভায় মমতা বলেন, শারীরিক যন্ত্রণার চেয়ে হৃদয়ের এবং গণতন্ত্রের যন্ত্রণা অনেক বড়।
এদিন গান্ধী মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান মমতা। সঙ্গে ছিলেন পার্থ চ্যাটার্জী, সুব্রত বক্সী, অভিষেক ব্যানার্জী প্রমুখ।

হাজরা মোড়ের সভা শেষ করে হেলিকপ্টারে দুর্গাপুরের উদ্দেশে রওনা হন তিনি। আজ পুরুলিয়ায় রাজনৈতিক কর্মসূচিতে যোগ দেওয়ার কর্মসূচী কথা তাঁর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments