Friday, April 26, 2024
spot_img
spot_img
Homeকলকাতাশহরে মিলল আরও এক ভুয়ো কল সেন্টার 'টেক সাপোর্ট' দেওয়ার নাম করে...

শহরে মিলল আরও এক ভুয়ো কল সেন্টার ‘টেক সাপোর্ট’ দেওয়ার নাম করে পাতা হত প্রতারণার ফাঁদ,

কলকাতা: পরপর ভুয়ো কল সেন্টারের হদিশ মিলছে কলকাতায়। এবার তারাতলা থেকে ভুয়ো কল সেন্টার চালানোর অভিযোগে গ্রেফতার করা হল সাতজনকে। গতকাল, সোমবার রাতে খবর পেয়ে অফিসে হানা দেয় পুলিশ। আর সেখান থেকেই সাতজনকে গ্রেফতার করা হয়েছে। আগেও ওই অঞ্চলে এক ভুয়ো কল সেন্টারের সন্ধান পাওয়ার গিয়েছিল। তার সূত্র ধরেই এই অফিসের খোঁজ পাওয়া গিয়েছে।

মাস খানেক আগে ওই এলাকায় এক বহুতলে অভিযান চালায়। ওয়েবেল আইটি পার্কের সেই বহুতলের তিন তলার একটি ঘরে হানা দিয়ে রীতিমতো চমকে যান পুলিশের দুঁদে কর্তারা। শহরের বুকে একেবারে সাজিয়ে খোলা হয়েছিল ভুয়ো কলসেন্টার। সাজানো ছিল একাধিক কম্পিউটার, উচ্চমানের গ্যাজেসট। একাধিক টেলিফোন ছিল।

সেখান থেকে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়। তাঁদের জিজ্ঞাসাবাদ করতেই আরও তথ্য বেরিয়ে আসে। পুলিশ জানতে পারে এলাকায় আরও একটি কল সেন্টার রমরমিয়ে চলছে। গোপন সূত্রে সেই খবর পেয়েই হানা দেয় পুলিশ।

গতকাল গভীর রাতে হানা দিয়ে পুলিশ দেখে অফিসে নাইট শিফটে কাজ করছেন বেশ কয়েকজন। বিদেশিদের টেক সাপোর্টের নাম করে এই প্রতারণা চলত বলে জানা গিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments