Saturday, April 20, 2024
spot_img
spot_img
Homeপশ্চিমবঙ্গলোকাল ট্রেন চালুর দাবিতে আবার অবরোধ। এবার ঘটনার কেন্দ্র হল দক্ষিণ-পূর্ব রেল...

লোকাল ট্রেন চালুর দাবিতে আবার অবরোধ। এবার ঘটনার কেন্দ্র হল দক্ষিণ-পূর্ব রেল শাখার চেঙ্গাইলে।

 

লোকাল ট্রেন চালুর দাবিতে আবার অবরোধ। এবার ঘটনার কেন্দ্র হল দক্ষিণ-পূর্ব রেল শাখার চেঙ্গাইলে। উসকাল সাড়ে ৯ টায় বিক্ষোভ শুরু হয়, শেষ হয় দুপুরে। তাদের দাবি দুই মেদিনীপুর, বাঁকুড়াগামী সব ট্রেনে নিত‍্যযাত্রীদের উঠতে দিতে হবে। এর জেরেই চেঙ্গাইল স্টেশনে ঘটে ধুন্ধুমার পরিস্থিতি। এর ফলে হাওড়া–খড়গপুরগামী আপ ও ডাউন ট্রেন চলাচল ব‍্যহত হয়।

 

যাত্রীদের স্পষ্ট অভিযোগ, ‘‌দীর্ঘদিন ধরে বন্ধ লোকাল ট্রেন। আমরা কাজে যেতে পারছি না। এখন তো সব খুলে গিয়েছে। তাহলে লোকাল ট্রেনও চালু করা হোক। স্টাফ স্পেশ্যাল আর প্রয়োজন নেই।’‌ এমনকি এও জানিয়েছে কাজকর্মে যাওয়ার ক্ষেত্রে তাঁদের প্রচুর সমস্যা হচ্ছে । খরচও হচ্ছে অনেক । তাই অবিলম্বে লোকাল ট্রেন চালাতে হবে । আর পি এফ ও জি আর পি এফ আধিকারিকরা তাদের বোঝানোর চেষ্টা করে। 

 

এই প্রসঙ্গে দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক নীরজ কুমার বলেন, ‘‘কিছুক্ষণের জন্য খড়্গপুর শাখায় চেঙ্গাইল স্টেশনে স্থানীয় বাসিন্দারা রেল অবরোধ করেন। তাঁদের দাবি, লোকাল ট্রেন চালানো হোক। কিছুক্ষণের মধ্যেই সেখানে রেল পুলিশ ও আরপিএফ গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।’’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments