Saturday, September 14, 2024
spot_img
spot_img
Homeখবরলরির ধাক্কায় প্রাণ হারালেন নবগ্রামের গুড়াপাশলার এক মহিলা।

লরির ধাক্কায় প্রাণ হারালেন নবগ্রামের গুড়াপাশলার এক মহিলা।

মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার 34 নম্বর জাতীয় সড়কে গোগ্রাম সংলগ্ন এলাকায় লরির ধাক্কায় প্রাণ হারালেন এক মহিলা। মহিলার বাড়ি নবগ্রাম থানার অন্তর্গত গুঁড়োপাশলা এলাকায়।

স্থানীয় সূত্রে খবর ওই মহিলা বহরমপুর থেকে পলসনডা দিকে স্কুটি গাড়ি নিয়ে একাই যাচ্ছিলেন তখন পেছন থেকে একটি লরি ধাক্কা দিয়ে পালিয়ে যাই এবং সেখানেই মারা যান। নবগ্রাম থানার পুলিশ কিছুটা গিয়ে গাড়িটিকে আটক করেন। তবুও ড্রাইভার ও খালাসি পলাতক। নবগ্রাম থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজে পাঠিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments