মুর্শিদাবাদের শক্তিপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে শ্বাসকষ্টজনিত সমস্যায় বৃহস্পতিবার রাতে মুর্শিদা বেগম নামে এক মহিলাকে ভর্তি করা হয় । রোগীর প্রাথমিক চিকিৎসা করেন স্বাস্থ্য কেন্দ্রে কর্তব্যরত চিকিৎসক ডা. অনুপম মন্ডল। অবস্থার অবনতি হওয়ায় রোগীকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করে দেন। আর এই রেফার করা নিয়ে রোগীর আত্মীয়রা ক্ষোভে ফেটে পড়েন। রোগীর আত্মীয়দের দাবি রোগীকে এই প্রাথমিক স্বাস্থ্যকে চিকিৎসা করাতে হবে। আর তাতেই চিকিৎসক ও নার্সদের সাথে রোগীর পরিবারের লোকের বচসা বাধে। চিকিৎসক ও নার্সকে বেধরক মারধর করে রোগীর আত্মীয়রা। আহত চিকিৎসক ডাঃ অনুপম মন্ডল ও নার্স রাধারানী দে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। ঘটনায় অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানান ওই নার্স রাধারানী দে। চিকিৎসক অনুপম মণ্ডল জানান ওই রোগীর অক্সিজেন স্যাচুরেশন কমছিল এবং হাই প্রেসার ছিল প্রাথমিক সমস্ত রকমের চিকিৎসার পরেও রোগীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে স্থানান্তরিত করা হয়। আর তারপরেই রোগীর আত্মীয়রা গালিগালাজ করে, মারধর করে । ব্লক স্বাস্থ্য আধিকারিক তরুন কুমার বারুই শক্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এই ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে শক্তিপুর থানার পুলিশ। শুক্রবার বহরমপুর জেলা আদালতে তোলা হয় ধৃতদের।
- Advertisment -