রিমঝিম বৃষ্টির মতো
রিমঝিম বৃষ্টির মতো ঝোরে পড়ছে তোমার মেঘে ঢাকা অলঙ্কার, সারা গায়ে তার আবরণ অবশিষ্ট।
এমন মেঘের গর্জনে এগিয়ে যাই বাতাস ঠেলে, কানে এসে বাজতে থাকে ঝুমুরের নিঠুর ঝংকার।
ফিরে আসছে সরু রাস্তার মোড়ে ল্যাম্পপোস্টের ঠকঠকে শিহরণ!
এমন কত পথ পেরিয়ে গেছি একাকীত্বে,
রেখে এসেছি মৃত্যুগুলো পায়ের নিচে।
এমন কতবার ঘুম ভেঙেছে আচমকা ফুলের গন্ধে!
সবটা লিখতে পারিনি!
শুধু বলি, ভুলে থেকো সেসব একঘেয়েমি সকাল -বিকেল, কিংবা সারাবেলা ;
ভুলে যেও বৃষ্টির সব হিসেব-নিকেস!
মনে রেখ ছেড়ে যেতেও লাগে অনেকটা সময়,
সে যাবতকাল না হয় থাকব বৃষ্টিতে!
–দে বা শি স