রান্না ঘরের উনুন থেকে ভয়াবহ আগুনে পুড়ে ভূষ্মিভূত হল তিনটে ঘর।রান্না করা উনুন থেকে আগুন লেগে ভূষ্মিভূত হয়ে যায় দুটি সোবার ঘর, রান্নাঘর, সাইকেল, মোটরসাইকেল, জামাকাপড়, টাকা এবং বাড়ির দলিল সহ আরো অন্যান্য আসবাবপত্র।ঘটানাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার নওদা থানার অন্তর্গত মিরপুর ভিটিপাড়া এলাকার, খেতমজুর এলাহিবক্স শেখের বাড়িতে।প্রতিবেশীরা ছুটে এসে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে এবং আগুন নিয়ন্ত্রণে আনে, ততক্ষণে সংসারে যাবতীয় জিনিস পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার খবর পেয়েই তড়িঘড়ি ছুটে আসে নওদা থানার পুলিশ প্রশাসন এবং রায়পুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শাহানুর বিবির স্বামী আনিসুর রহমান।পঞ্চায়েতের পক্ষ থেকে সব রকম সহযোগিতার আশ্বাস দেন তিনি।