Saturday, June 15, 2024
spot_img
spot_img
Homeজেলারাত হলেই হাসপাতালে আচমকা শোনা যাচ্ছে আর্তনাদ,পড়ুন হার হিম করা রিপোর্ট ।

রাত হলেই হাসপাতালে আচমকা শোনা যাচ্ছে আর্তনাদ,পড়ুন হার হিম করা রিপোর্ট ।

মালদহ মেডিকেল কলেজে (Malda Medical College) এবারে ভূতের আতঙ্ক (Ghost panic)। রাতে ওয়ার্ডের মধ্যে থেকে ভেসে আসছে বিভিন্ন ধরনের আওয়াজ, নিজে থেকেই বন্ধ হয়ে যাচ্ছে দরজা। ছুটে আসছে অ্যাসিডের বোতল। ভূতের আতঙ্কে নার্সিং স্টাফরা ওয়ার্ডে কাজ করতে চাইছেন না। কাজ করতে রাজি নন সাফাই কর্মীরাও। মালদহ মেডিকেল কলেজের ট্রমা সেন্টারের এই বিচিত্র অভিজ্ঞতা নিয়ে বৃহস্পতিবার কলেজের অধ্যক্ষের সঙ্গে দেখা করেন নার্সিং স্টাফ এবং সাফাই কর্মীরা।

হাসপাতালে ভূতের তান্ডবের বিষয়ে মেডিকেল কলেজের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় জানিয়েছেন, এ ব্যাপারে সংশ্লিষ্ট ওয়ার্ডের নার্সরা আমাকে বিস্তারিত জানিয়েছেন।

আমরা বিষয়টি খতিয়ে দেখছি। ওই ওয়ার্ডের নিরাপত্তা বাড়ানো হয়েছে। কেন ওখানে বিভিন্ন ধরনের আওয়াজ এবং অন্যান্য কর্মকান্ড ঘটছে তা খতিয়ে দেখতে আমরা সরোজমিনে যাব। আসলে এটি একটি বিরাট বড় ওয়ার্ড, এখন রোগীর সংখ্যা অনেক কমে যাওয়ায়, ফাঁকা ওয়ার্ডে কিছুটা অসুবিধা হচ্ছে। অ্য।সিডের বোতল ছোড়ার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

উল্লেখ্য মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত নার্সিং স্টাফদের মধ্যে ভূতের আতঙ্কে রীতিমতো কাজ করছে। বৃহস্পতিবার এবিষয়ে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডাক্তার পার্থপ্রতিম মুখোপাধ্যায় এর কাছে বিষয়টি তুলে ধরেন। হাসপাতাল সূত্রে জানা যায় গত দুইদিন আগে থেকেই মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারের দ্বিতীয় তলায় গভীর রাতে হঠাত্‍ই নানারকম শব্দ ভেসে আসছে। কখনো দরজার আওয়াজ আবার কখনো বিকট শব্দ। ভয়ে কর্মরত নার্সরা যখন নিচে নামছিলেন, সেই সময় হঠাত্‍ই তাঁদের লক্ষ্য করে অ্যাসিডের বোতল উড়ে আসে। পরে নিচে নেমে এসে তারা সহকর্মীদের বিষয়টি জানায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments