Friday, March 29, 2024
spot_img
spot_img
Homeআবহাওয়ারাতভর বৃষ্টিতে জলমগ্ন কলকাতা সহ দক্ষিণবঙ্গ:-

রাতভর বৃষ্টিতে জলমগ্ন কলকাতা সহ দক্ষিণবঙ্গ:-

এবছর যেন সত‍্যিই মনে হচ্ছে, বর্ষাকাল পড়ে গেছে। সকাল থেকে মেঘলা আকাশ বৃষ্টি হচ্ছে তো হচ্ছেই, থামার কোনো পথ নেই। এর মধ‍্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে কালও দফায় দফায় বৃষ্টি হবে।

বাংলাদেশ উপকূলের ওপরে অবস্থান করছে সুস্পষ্ট নিম্নচাপ। দক্ষিণবঙ্গের ওপর দিয়েই নিম্নচাপ ক্রমশ সরছে পশ্চিমে। এই নিম্নচাপের জেরেই দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার সকাল ৮.৩০ মিনিট পর্যন্ত হাওয়া অফিসের তথ্য বলছে গত ২৪ ঘণ্টায় রেকর্ড বৃষ্টিপাত হয়েছে মেদিনীপুর শহরে। সেখানে বৃষ্টিপাতের পরিমাণ ২৩০ মিমি।

বৃষ্টির জেরে শ্রীরামপুরের বেশ কয়েকটি এলাকা জলমগ্ন। রাতভর বৃষ্টিতে উত্তর কলকাতার মহাত্মা গান্ধী রোড, সেন্ট্রাল অ্যাভিনিউ, রবীন্দ্র সরণি, কালীবাড়ি সমস্ত জায়গাতেই জল জমে রয়েছে। জল থইথই খড়গপুরের একাধিক এলাকা। জলের তলায় যোধপুর পার্ক, আলিপুর, সায়েন্স সিটি ক্রসিং। বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে উলুবেড়িয়ার রঘুদেবপুর গ্রাম। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার, কাকদ্বীপ-সহ বেশ কিছু এলাকায় জল জমেছে।

আগামীকালও দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়াতে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। ৬টি জেলায় অতি ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি হয়েছে। কলকাতা, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া এবং দুই বর্ধমানে কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। সেখানেও ৭০-২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments