পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে চলতি তাপপ্রবাহ পরিস্থিতিতে সরকার আগামীকাল, সোমবার অর্থাৎ 17’ই এপ্রিল থেকে এক সপ্তাহ অথবা পরবর্তী নির্দেশ পর্যন্ত রাজ্যের সমস্ত সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত, বেসরকারি এবং স্বায়ত্বশাসিত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আজ এই মর্মে বিকাশ ভবন থেকে শিক্ষা দপ্তর একটি বিজ্ঞপ্তি’ও জারি করেছে। ছাত্র-ছাত্রীদের পাশাপাশি শিক্ষক ও অশিক্ষক কর্মীদের’ও স্কুলে যেতে হবেনা বলেই সরকারি নির্দেশিকায় জানানো হয়েছে। তবে, স্কুল খুললে সিলেবাসের ঘাটতি অতিরিক্ত ক্লাস নিয়ে মেটানোর কথাও নির্দেশিকায় বলা হয়েছে।