রাজ্যজুড়ে তাপমাত্রার পারদ এক ধাক্কায় অনেকটাই বেড়েছে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস।
স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রী বেশী। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক এক ডিগ্রী সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রী বেশি।
রাজ্যের বিভিন্ন অংশে সকালের দিকে কুয়াশা দেখা যায়। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আগামী ৩-৪ দিন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকবে।
পশ্চিমাঞ্চলের জেলা ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে সর্বোচ্চ তাপমাত্রা ৩৭-৩৮ ডিগ্রী হতে পারে।