টিভি দেখার নেশায় হয়ে উঠলো কাল, যৌন নির্যাতনের শিকার নাবালিকা।
যৌন নির্যাতনের শিকার হলো এক নাবালিকা। টিভি দেখতে গিয়ে ,পঞ্চাশ বছর বয়সী এক পৌড়ের বিরুদ্ধে উঠলো অভিযোগ। তার হাঁটুর বয়সী এক কিশোরীকে বারংবার ধর্ষনের অভিযোগ। জলপাইগুড়ির রাজগঞ্জ এলকায়,ঘটেছে ঘটনাটি। অভিযুক্তকে ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে।
ধৃতের নাম, খিরেন রায়। শিকারপুর গ্রাম পঞ্চায়েতের রাজগঞ্জ ব্লকের পানাশুরির গ্রামের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কিশোরী নবন শ্রেণীর ছাত্রী, মেয়েটি রোজ টিভি দেখতে যেত খীরেন রায়ের বাড়িতে। বছর পঞ্চাশের ওই ব্যাক্তি সেই সময়ের সদ্ব্যবহার করে কিশোরীকে ধর্ষণ করে লাগাতার। এটি জানতে পারে শুক্রবার তার পরিবারের সদস্যরা।
আরও জানা গিয়েছে, সে দুমাসের অন্তঃসত্ত্বা হয়ে গেছিল। কিশোরীর শারীরিক পরিবর্তনের চিহ্ন দেখে তার পরিবার জানতে পারে। পুলিশের কাছে লিখিত ভাবে অভিযোগ দায়ের করেন সাথে সাথেই তার পরিবার।
শনিবার সকালে লিখিত ভাবে অভিযোগ দায়ের করায়, তার ভিত্তিতে গ্রেফতার করা হয় অভিযুক্তকে। তাকে পরে তোলা হয় আদালতে।রাজগঞ্জ থানার পুলিশ ,তদন্ত শুরু করছে ঘটনাটির।
বিউর রিপোর্ট ::পিসি নিউজ বাংলা।সবার সাথে,সবার পাশে।
