Saturday, April 20, 2024
spot_img
spot_img
Homeখবরযুবদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে, বিকাশের পথেও এগিয়ে দেবে।

যুবদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে, বিকাশের পথেও এগিয়ে দেবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এবারের বাজেট শিল্প, লগ্নী এবং পরিকাঠামো ক্ষেত্রে বিপুল ইতিবাচক পরিবর্তন আনবে।

২০২১-২২ অর্থ বর্ষের বাজেটকে ঐতিহাসিক আখ্যা দিয়ে তিনি বলেছেন, এই বাজেটে আত্মনির্ভরতার ভাবনা স্পষ্ট। এতে স্বাস্থ্য ও সুস্থ থাকার ওপর যে গুরুত্ব দেওয়া হয়েছে, তা সবার পক্ষেই সহায়ক হবে।

জনস্বার্থে প্রচারিত

যুবদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে, বিকাশের পথেও এগিয়ে দেবে। প্রধানমন্ত্রী বলেন, সরকার, বৃদ্ধি, তরুণদের জন্য নতুন সুযোগ, মানব সম্পদের অনেক বেশী ব্যবহার, পরিকাঠামোর নতুন নতুন ক্ষেত্রের উন্নয়ন, প্রযুক্তির পথে অগ্রসর হওয়া এবং নতুন সংস্কারের লক্ষ্য নিয়ে এই বাজেট তৈরি করেছে, যাতে সম্পদ ও সুস্থতা দুইই গুরুত্ব পেয়েছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভরেকর, নীতি আয়োগের সিইও অমিতাভ কান্ত, স্বাস্থ্যমন্ত্রী ডঃ হর্ষ বর্ধন, পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বাজেটের ভূয়সী প্রশংসা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments