Saturday, April 20, 2024
spot_img
spot_img
Homeখবরমোট বুথের সংখ্যা বেড়ে দাঁড়াবে এক লাখ এক হাজার ৭৯০।

মোট বুথের সংখ্যা বেড়ে দাঁড়াবে এক লাখ এক হাজার ৭৯০।

কোভিড অতিমারীর জন্য সব ধরনের স্বাস্থ্য বিধি মেনে ভোট করানোর লক্ষ্যে নির্বাচন কমিশন এইবার রাজ্যে ভোট গ্রহণ কেন্দ্রের সংখ্যা বাড়াতে চলেছে।

জনস্বার্থে প্রচারিত

আসন্ন বিধানসভা নির্বাচনে 30 শতাংশ পর্যন্ত বুথের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গিয়েছে। এরফলে মোট বুথের সংখ্যা বেড়ে দাঁড়াবে এক লাখ এক হাজার ৭৯০।

অন্যদিকে বয়স্ক ও শারীরিক ভাবে অক্ষম ভোটারদের সুবিধার কথা মাথায় রেখে দু হাজার ৯৫০ টি বুথ নীচে তলায় নামিয়ে আনা হচ্ছে। সব বুথেই রাম্প রাখা হবে। জেলা শাসকদের দশ তারিখের মধ্যে বুথের অবস্থা রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

প্রার্থী পিছু প্রচারের খরচ এবার বেড়ে হয়েছে,৩০ লক্ষ ৮০ হাজার টাকা । আগে ছিল ২৮ লক্ষ টাকা আসন্ন বিধামসভা নির্বাচন থেকেই এই বৃদ্ধি কার্যকর হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments