Saturday, April 20, 2024
spot_img
spot_img
Homeরাজ্যমেরুদণ্ডের জটিল অস্ত্রোপচার শিখতে ভিনরাজ্যের চিকিত্‍সকরা বাংলায় আসছেন

মেরুদণ্ডের জটিল অস্ত্রোপচার শিখতে ভিনরাজ্যের চিকিত্‍সকরা বাংলায় আসছেন

শরীর কেটে নয়। মাত্র ২ সেন্টিমিটার কেটেই চলছে মেরুদণ্ডের জটিল অস্ত্রোপচার। চিকিত্‍সা বিজ্ঞানে যার নাম ‘অলিফ’ বা অবলিক ল্যাটারাল ইন্টারবডি ফিউশন। পূর্ব ভারতের মধ্যে একমাত্র কলকাতাতেই এই ধরনের অস্ত্রোপচার শুরু হয়েছে। আর সেই অস্ত্রোপচার শিখতেই শহরে আসছেন বাইরের রাজ্যের প্রচুর শল্য চিকিত্‍সক।

মেরুদণ্ডের সাধারণ যে ধরনের অস্ত্রোপচার হয় তার থেকে ‘অলিফ’ অস্ত্রোপচারের খরচ কিছু বেশি। এই অস্ত্রোপচারের সুবিধা হল খুব দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন রোগী। অলিফে মাইক্রোস্কোপ ব্যবহার করা হয়, যার ফলে আরও নিখুঁত হয় এই অস্ত্রোপচার। গত কয়েকমাসে কলকাতার ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সের চিকিত্‍সকেরা শতাধিক অস্ত্রোপচার করেছেন।

আর এই অস্ত্রোপচার পদ্ধতি এবার ভিন রাজ্যের চিকিত্‍সকদের শেখাতে কর্মশালার আয়োজন করছে এই হাসপাতাল। এই প্রথম লাইভ সার্জারির মাধ্যমে কর্মশালার আয়োজন করেছে নিউরো সায়েন্স। এই অত্যাধুনিক অস্ত্রোপচারের কৌশল শিখতে এসেছেন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সের পাটনা, ভুবনেশ্বর, গুয়াহাটি, চেন্নাই, রাঁচির মেরুদণ্ডের শল্য চিকিত্‍সকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments