মূর্শিদাবাদ জেলার অতিরিক্ত পুলিশ সুপার তন্ময় সরকার ব্যস্ত বহরমপুর শহরে সকালে বাজার করতে এসেছিলেন, কিন্তু বাজার করার বদলে, তিনি বিক্রি করছেন পেয়ারা। ব্যাপারটা কি? অবাক হচ্ছেন? আসল ঘটনাটা আসল পেয়ারা বিক্রেতার মুখ থেকেই জেনে নিন। তিনি বলেন, ‘ দাদা সকাল থেকে দোকান ফেলে খেতে পারিনি। জলখাবার খেতে যেতাম। আমার দোকানটা একটু দেখবেন?’ ব্যস তন্ময় সরকার রাজি হয়ে যান, তিনি শুধু। ভ্যানের দিকেই নজর রাখেননি, বিক্রিও শুরু করেছেন।২০ মিনিট ধরে পেয়ারা ভর্তি ভ্যান সামলালেন মুর্শিদাবাদের অতিরিক্ত পুলিশ সুপার। পেয়ারাওয়ালা তখনও জানতেন না যিনি পেয়ারা ভর্তি ঠেলায় কোমর লাগিয়ে দাঁড়িপাল্লা হাতে নিয়েছেন তিনি একজন উচ্চপদস্থ পুলিশ কর্তা । এমনকি ক্রেতারাও চিনতে পারেননি। পুলিশ সুপার হাক ডাক দিয়েই পেয়ারা বেঁচছিলেন। তাই কারো নজরে পড়েনি। আর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও।
পেয়ারা বিক্রেতা বলেন, ‘আমি প্রতিদিন এই এলাকায় পেয়ারা বিক্রি করি। শনিবার সকালেও দোকান খুলে বসেছিলাম। আমি না চিনেই তাকে ভ্যানটি দেখতে বলি। আমি তখন জানতাম না উনি এত বড় একজন পুলিশ অফিসার। উনি যে নিঃশব্দে আমার দাবি মেনে নেবেন, ভাবতেই পারিনি। তবে আমি খুশি উনি এভাবে আমার ভ্যান থেকে পেয়ারা বিক্রি করায়।’
পুলিশ সুপার তন্ময় সরকার জানান, “পুলিশ তো মানুষের বন্ধু। কিন্তু অনেকে অমূলক ভয় পান আমাদের। মানুষের মন বুঝতে জেলা জুড়ে তাই পুলিশ অফিসাররা এমনই অভিযান করি। সাধারণ মানুষের পুলিশের মধ্যে কোন ক্ষোভ থাকলেও সেটাও জানতে পারা যায়।”