Saturday, September 14, 2024
spot_img
spot_img
Homeখেলামুর্শিদাবাদ জেলা প্রশাসনের সহায়তায় সম্প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করাহয় হরিহরপাড়ায়

মুর্শিদাবাদ জেলা প্রশাসনের সহায়তায় সম্প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করাহয় হরিহরপাড়ায়

পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ আয়োজিত মুর্শিদাবাদ জেলা প্রশাসনের সহায়তায় ও জবালা অ্যাকশন রিসার্চ অর্গানাইজেশন এর পরিচালনায় “খেলা দিবস” উপলক্ষে মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া ব্লকের অন্তর্গত স্বরূপপুর হাই স্কুল মাঠ প্রাঙ্গনে, স্বরুপপুর কিশোরী ফুটবল টিম ও চোঁয়া কিশোরী ফুটবল টিম এর প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছিল ।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা অয়োগ এর চেয়ারপারসন মাননীয়া অনন্যা চক্রবর্তী মহাশয়া, স্পেশাল কনসালটেন্ট পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা অয়োগ সুদেষ্ণা রায় মহাশয়া, চাইল্ড ওয়েলফেয়ার কমিটি চেয়ারপারসন সোমা ভৌমিক মহাশয়া, ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার ভাস্কর ঘোষ মহাশয়, ডিস্ট্রিক্ট চাইল্ড প্রটেকশন অফিসার অর্জুন দত্ত মহাশয়, জবালা অ্যাকশন রিসার্চ অর্গানাইজেশন এর এক্সিকিউটিভ ডিরেক্টর মাননীয়া বৈতালী গাঙ্গুলী মহাশয়া, হরিহরপাড়া থানার আই.সি, স্বরুপপুর পঞ্চায়েত প্রধান প্রমূখ। উক্ত ম্যাচে স্বরুপপুর কিশোরী ফুটবল টিম চোঁয়া কিশোরী ফুটবল টিমকে এক গোলে পরাজিত করে। খেলার শেষে কিশোরীদের শুভেচ্ছা ও আগামী দিনের শুভকামনা জানিয়ে পুরস্কার তুলে দেন অনন্যা চক্রবর্তী বিজয়ী দলের হাতে এবং বিজিত দলের হাতে পুরস্কার তুলে দেন জবালা অ্যাকশন রিসার্চ অর্গানাইজেশনের এক্সিকিউটিভ ডাইরেক্টর মাননীয়া বৈতালী গাঙ্গুলী। উক্ত খেলা প্রাঙ্গণে উপস্থিত কিশোরী ও এলাকাবাসী খুব আনন্দ ও উত্‍সাহের সঙ্গে খেলা দিবস এর প্রীতি ফুটবল ম্যাচে যোগদান করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments