Thursday, September 19, 2024
spot_img
spot_img
Homeখবরমুর্শিদাবাদ জেলার বহরমপুরের গঙ্গা থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য।

মুর্শিদাবাদ জেলার বহরমপুরের গঙ্গা থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য।

মুর্শিদাবাদ জেলার বহরমপুরের গঙ্গা থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য।

মুর্শিদাবাদের বহরমপুরের গঙ্গা থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। জানা গিয়েছে গতকাল রাত থেকে নিখোঁজ ছিল তার পরই আজ সকালে তাঁর মৃতদেহ উদ্ধার হয় বহরমপুরের কৃষ্ণনাথ কলেজ ঘাট থেকে। সকালের নৌকো চালকরা তার মৃতদেহ দেখতে পায় তারপর পুলিশকে খবর দেয়া হলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য।

পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির নাম তনময় সিংহ তিনি জজকোর্টের কর্মী ছিলেন। আরো জানা গিয়েছে বেশ কয়েকদিন ধরে তনময় সিংহ পারিবারিক অশান্তিতে ভুগছিল, পরিবারের লোকেরা জানিয়েছেন গতকাল বিকেলে তিনি তার দরকারি কাগজপত্র সহ স্কুটি নিয়ে বেরিয়ে যান তারপর থেকেই নিখোঁজ ছিল তন্ময় সিংহ নামের ওই ব্যক্তি গতকাল বিকেলে নিখোঁজ থাকার পর থেকে পরিবারের লোকেরা থানায় অভিযোগ করেছিলেন ও নিজেরাও খোঁজাখুঁজি শুরু করেছিলেন।

তনময় সিংহের স্কুটি ও তার দরকারি কাগজপত্র গঙ্গার পাড়ে উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে। এক স্থানীয় বাসিন্দা ওই ব্যক্তির স্কুটি ও কাগজপত্র দেখতে পেয়ে থানায় খবর দেয় থানায় খবর দেয়ার পর পুলিশের তৎপরতা বাড়ি ও তারপরে জেলেদের কাছ থেকে খবর আসে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে মৃতদেহ উদ্ধার হওয়ার পর পুলিশ পরিবারের লোকেদের খবর দিলে পরিবারের লোকেরা এসে দেহ শনাক্ত করে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে বহরমপুরের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য। পুলিশ ঘটনার তদন্ত করে দেখছে মৃত্যুর কারণ কি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments