আসন্ন বিধানসভা নির্বাচনের অনেক আগে থেকেই সারা রাজ্যে প্রার্থী দেওয়ার কথা থাকলেও বর্তমানে শুধুমাত্র মুর্শিদাবাদকেই পাখির চোখ করছে এআইএমআইএম (মিম)৷ দলের পক্ষ থেকে জানা গিয়েছে শুধুমাত্র মুর্শিদাবাদে প্রতিদ্বন্দ্বিতা করবে মিম। মুর্শিদাবাদে ২২টি আসনের মধ্যে ১৩টি আসনে প্রার্থী দেবে মিম। রাজ্যের আর কোথাও প্রার্থী দেওয়া হবে না। হায়দরাবাদের থেকে এমনই নির্দেশ পাওয়া গিয়েছে বলে জানালেন মিমের অবজার্ভার আসাদুল্লাহ সেখ।
জনস্বার্থে বিজ্ঞাপন
মুর্শিদাবাদ জেলায় ২২ টি আসনে প্রথমদিকে প্রার্থী দেওয়ার কথা থাকলেও সেই জায়গা থেকে সরে আসে মিম। তাঁরা চাইছে যে সমস্ত ব্লকে তাঁদের সংগঠন রয়েছে প্রতিটি বুথে এজেন্ট দিতে পারবে সেই সমস্ত জায়গাতেই তাঁরা প্রার্থী দেবে।
যে সমস্ত ব্লকে সংখ্যালঘু মানুষরা রয়েছেন সেই সমস্ত ব্লকেই প্রার্থী দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে মিম। সেক্ষেত্রে ফারাক্কা, সুতি, জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ, সাগরদিঘী, জলঙ্গি ডোমকল এর মতো ব্লককে চিহ্নিত করা হয়েছে।