মুর্শিদাবাদের নিমতিতা রেলস্টেশনের প্ল্যাটফর্মে গতরাতের বোমা হামলায় গুরুতর জখম রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেনের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল বলে জানতে পারা গিয়েছে।
কলকাতার এসএসকেএম হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে বলে জানা যায়।
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী জাকির হোসেনকে দেখতে এসএসকেএম-এ যান। তিনি তাঁর স্বাস্থ্যের খোঁজখবর নেন। মুখ্যমন্ত্রী বলেন, অত্যন্ত ভয়াবহ ঘটনা। এ’টি পরিকল্পিত হামলার ঘটনা ব’লে মন্তব্য করে শ্রীমতী ব্যানার্জী বলেন, রেল প্ল্যাটফর্মে সেসময় কোনও পুলিশ কর্মী ছিলোনা।
জনস্বার্থে প্রচারিত
গতরাতের হামলার ঘটনায় আহতদের ক্ষতিপূরণ দেবার কথা’ও মুখ্যমন্ত্রী ঘোষণা করেন বলে খবর। আজ সকালে এক সময় জাকির হোসেনের শারীরিক অবস্থার অবনতি হয়েছিল ব’লে মুখ্যমন্ত্রী জানান, ঘটনার সিআইডি তদন্ত শুরু হয়েছে ব’লে শ্রীমতী ব্যানার্জী উল্লেখ করেন।
মন্ত্রীর বাম পায়ের গোড়ালি থেকে পাতা উড়ে গেছে। হাতের দুটি আঙুল’ও উড়ে গেছে বলে জানা গিয়েছে।
মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার ডাঃ অমিয় কুমার বেরা জানিয়েছেন, অস্থি, শল্য সহ পাঁচ জন চিকিৎসকের বিশেষজ্ঞ দল সেখানে ভর্তি আহতদের চিকিৎসা করছে। কয়েকজনের সাধারণ অস্ত্রোপচার’ও করা হয়েছে।