জাল সিম কার্ড তৈরির সমসেরগঞ্জে,ধৃত এক।জাল সিম কার্ড তৈরির অভিযোগে সামশেরগঞ্জ থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে হাউস নগর বাজারে অভিযান চালিয়ে গ্রেপ্তার করল মুক্তার হাসান নামের এক সিমকার্ড বিক্রেতাকে।
পুলিশি অভিযানে ওই ব্যক্তির দোকান থেকে উদ্ধার হয়েছে একটি ল্যাপটপ একটি প্রিন্টার স্ক্যানার একটি বায়োমেট্রিক স্ক্যানার ছটি মোবাইল ফোন একটি ক্যামেরা।
সমস্ত জাল সিম কার্ড নিষ্ক্রিয় করার জন্য মোবাইল সার্ভিস প্রোভাইডারদের ডাকা হয় ধৃত এই বিক্রেতা হাউস নগরীর বাসিন্দা বলে জানা যায়। ধৃত ওই সিম কার্ড বিক্রেতাকে 7 দিনের পুলিশি রিমান্ড চেয়ে জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠানো হয়।