Thursday, July 18, 2024
spot_img
spot_img
Homeখবরমুর্শিদাবাদে আবার নতুন বাংলা সিনেমা "দিশা হীন মন,,

মুর্শিদাবাদে আবার নতুন বাংলা সিনেমা “দিশা হীন মন,,

নটরাজ প্রোডাকশন ক্রিয়েশনের প্রথম প্রয়াস মুর্শিদাবাদের মাটিতে নতুন বাংলা সিনেমা “দিশা হীন মন”

এই ছবির পরিচালক শ্রী জয়দেব মণ্ডল এবং স্ক্রিপ্ট ও স্টরি শ্রী জয়দেব মণ্ডল। ছবিটা হবে একদম অন্য স্বাদের ভিন্ন মজার।

এই গল্পটা বেসিক্যালি কমার্শিয়াল, মিউজিক্যাল একটি ছবি। সহকারী পরিচালক হিসেবে দেখা যাবে আরিফ মন্ডলকে। সিনেমায় অভিনয় করেছেন বলিউডের বিখ্যাত অভিনেতা রাজু মজুমদার, হিমাদ্রি সহ অনেকেই।

এই ছবিতে মুর্শিদাবাদের ভূমিপুত্র বাংলার খ্যাতনামা হিরো, রোহান গামা মীরকে দেখা যাবে ভিন্ন চেহারায়। আরো থাকছেন মুর্শিদাবাদের হিরোইন, শিশু শিল্পী ইউহান খান ও হিয়া ভট্টাচার্য। সঙ্গীত পরিচালক সুমন মুরারি।

এই সিনেমাতে দেখা যাবে টালিগঞ্জের বিভিন্ন তারকাকে। এই সিনেমার প্রথম লটের শুটিং শেষ হয়েছে, ইলেকশনের পর আবার মুর্শিদাবাদে শুটিং শুরু হবে।

জনস্বার্থে প্রচার

সিনেমার হিরো রোহান গামা মীর বলেন, সকলে মিলে সপরিবারে দেখার মত সিনেমা “দিশা হীন মন,, আপনারা সকলে মিলে, আপনাদের নিকটবর্তী সিনেমা হলে গিয়ে, সিনেমা টি অবশ্যই দেখবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments