Thursday, September 19, 2024
spot_img
spot_img
Homeখবরমুখ্যমন্ত্রীর নামে অভিযোগ দায়ের মানবাধিকার সভানেত্রী সঙ্গীতা চক্রবর্তীর।

মুখ্যমন্ত্রীর নামে অভিযোগ দায়ের মানবাধিকার সভানেত্রী সঙ্গীতা চক্রবর্তীর।

সেনা জওয়ানদের ওপর আক্রমণ করার নিদান দেওয়ার জন্য নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করলেন এস এস হিউম্যান রাইটস ফাউন্ডেশনের সর্বভারতীয় সভানেত্রী মাননীয়া সঙ্গীতা চক্রবর্তী মহাশয়া।

এদিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিয়ন্ত্রণ হারিয়ে জনসম্মুখে দেশের সেনাদের ওপর আক্রমণ করা নিদান দিয়েছিলেন। সেই নিদান শুনেই প্রতিবাদে গর্জে ওঠেন মানবাধিকার সংগঠনের সর্বভারতীয় সভানেত্রী সঙ্গীতা চক্রবর্তী মহাশয়া। সঙ্গীতা চক্রবর্তী বলেন, একজন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে, দেশ রক্ষক দেশের সেনাদের ওপর আক্রমণ করার দিলেন, এটা কিছুতেই মেনে নেওয়া যায় না এবং মেনে নেওয়ার মতো বিষয়ও নয়।

ওনার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা হওয়া দরকার বলে মন্তব্য করে, উনার ফেসবুক একাউন্টেও এই কথা লিখে পোস্ট করেন মানবাধিকারের সভানেত্রী সঙ্গীতা চক্রবর্তী। আজ তিনি পশ্চিমবঙ্গ রাজ্য ইলেকশন কমিশনের অফিসে তৃণমূল সুপ্রিমো অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নামে একটি অভিযোগ দায়ের করেন এবং রীতিমত এই অভিযোগের অতি শীঘ্রই ব্যবস্থা নেওয়ার আরজিও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments