— : মুক্তি কীসে : —
মেঘনাথ বাহাদুর থাপা
জিতপুর মোড়, তেহট্ট, নদীয়া
ভক্ত : বন্ধু আমায় সঙ্গ দেবে
হে ভগবান আবার কবে ?
মনের সুখে আড্ডা দেব
আর কি সেদিন ফিরে পাব ?
করোনাসুর মারছে কেন
লাখে লাখে মানুষ হেন ?
সৃষ্টি বুঝি লোপ হল হায়
প্রভূ তোমার কি দয়া নাই ?
ভগবান : বন্ধু তোদের হয়েছে দূর
দোষী এখন করোনাসুর ?
চলভাষেই তো থাকিস মেতে
বন্ধু তোদের হাতে হাতে।
তোরাই করিস তোদের হানি
জ্ঞানপাপী সব কলির প্রাণি।
জ্ঞানের করে অপ্রয়োগ
তোরাই গড়িস এসব দুর্ভোগ।
ভক্ত : মুক্তি কীসে বলো প্রভূ
এ ভুল আর হবেনা কভূ।
ভগবান : কথা রাখা তোদের সোজা ?
হৃদয় মাঝে শেখনা খোঁজা।