Saturday, September 14, 2024
spot_img
spot_img
Homeখবরমা ও মেয়ের এক সঙ্গে গলায় দড়ি নিয়ে মৃত্যুর ঘটনা কান্দিতে।

মা ও মেয়ের এক সঙ্গে গলায় দড়ি নিয়ে মৃত্যুর ঘটনা কান্দিতে।

মা ও মেয়ের এক সঙ্গে গলায় দড়ি নিয়ে মিতুর ঘটনা কান্দিতে।

মুর্শিদাবাদ জেলার কান্দি থানার অন্তর্গত মথুরা গ্রামের বাসিন্দা রেশমা খাতুন (২২) ও তার মেয়ে সাবান খাতুন (৫)।মঙ্গলবার সকার ৮ টা নাগাদ মা ও মেয়ের সিলিং ফ্যানে গলায় দড়ি নেয়া অবস্থায় উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা।এলাকার পঞ্চায়েত সদস্য মনিরুল ইসলাম জানিয়েছেন বিগত কয়েক বছর ধরে সমি ও স্ত্রীর মধ্যে বিবাদের জেরে রেশমা খাতুন বাপের বাড়িতে থাকতো। রেশমা খাতুন ও তার মেয়ে সাবানা খাতুন রেশমা বিবি বাপের বাড়িতেই গলায় দড়ি নেয় বলে জানা গেছে।

গলায় দড়ি নেয়া অবস্থায় দুইজনকে উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে আসে স্থানীয় বাসিন্দারা এলাকার পঞ্চায়েত সদস্যরা। কান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে কান্দি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে কি কারনে একসঙ্গে মা মেয়ের গলায় দড়ি। ঘটনার জেরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মথুরা গ্রাম জুড়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments