মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে রক্তের সংকট মেটাতে এবার পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার।
মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্ল্যাড ব্যাঙ্কের শতাধিক ইউনিট রক্ত মজুত থাকলেও প্রায় অধিকাংশ সময়ে একাধিক রক্তের ভান্ডার শূন্য । এই রক্ত শূন্যতার কারণ হল, কোভিডকালে নিয়মিত রক্তদান শিবির অনুষ্ঠিত না হওয়ায় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে থাকা ব্ল্যাড ব্যাঙ্কে রক্তের ভাঁড়ার শূন্য হয়ে গিয়েছে। যার ফলে রক্ত পেতে চরম হয়রানির শিকার হতে হচ্ছে রোগীর আত্মীয়দের। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা এবং ক্লাবের তরফ রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে। কিন্তু তাতেও অনেকে এগিয়ে আসছেন না। ফলে চাহিদা অনুযায়ী মেডিকেল কলেজের ব্ল্যাড ব্যাঙ্কে রক্তের ঘাটতি থেকেই যায়। তাই রোগীদের আত্মীয়রা কার্যত তাঁদের ডোনার নিয়ে এসে রক্ত নিচ্ছেন।
এমনই এক কঠিন সময়ে শেষ পর্যন্ত সংকট মেটাতে তৎপর রাজ্য সরকার। কলকাতা থেকে মালদার ওই ব্ল্যাড ব্যাংকে রক্ত আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী দুই-তিনদিনের মধ্যেই কলকাতার মানিকতলা কেন্দ্রীয় ব্লাড ব্যাঙ্ক থেকে প্রায় ৫০০ ইউনিট রক্ত মালদার ওই ব্ল্যাড ব্যাঙ্কে আনা হচ্ছে।
এই বিষয়ে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রিন্সিপাল ডক্টর পার্থপ্রতিম মুখোপাধ্যায় জানান, আপাতত মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ব্ল্যাড ব্যাঙ্কে কোনও গ্রুপেরই রক্ত পাওয়ার বিষয়ে এখন সমস্যা নেই। কারণ এখন রুটিনমাফিক রক্ত নিয়ে আসা হচ্ছে কলকাতা থেকে।