ঘটনাটি ঘটে শুক্রবার, বামনগোলা থানার শালালপুর এলাকায় । মৃত ছাত্রীর নাম স্নেহা হালদার। বয়স ১৬। শুক্রবার সন্ধ্যেয় পরিবারের লোকেরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তারপর তাকে মোদিপুকুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করা হয়।
শনিবার সকালে ময়না তদন্তের জন্য মৃতদেহ আনা হয় মালদা মেডিকেল কলেজ। এই ঘটনা নিয়ে পুলিশ তদন্তে নেমেছে। কী কারণে ওই ছাত্রীর মৃত্যু হল তা খতিয়ে দেখছে পুলিশ।