আন্তর্জাতিক মুদ্রা তহবিলের(আই এম এফ) বসন্তকালীন বার্ষিক বৈঠকে যোগ দিতে গতকাল রাতে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এই বৈঠকে বিশ্বের বিভিন্ন দেশের অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকাররা অংশ নেবেন। ওয়াশিংটন ডিসিতে আইএমএফ সদর দফতরে সোমবার থেকে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। বসন্তকালীন বার্ষিক বৈঠকের ফাঁকে শ্রীমতি সীতারমণ জি-২০ দেশগুলির অর্থমন্ত্রী এবং অন্যান্য প্রতিনিধিদলের প্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।
- Advertisment -