Friday, March 29, 2024
spot_img
spot_img
Homeকলমে"মানুষের মতো" প্রত্যেকদিন কলমে, মেঘনাথ বাহাদুর থাপা।

“মানুষের মতো” প্রত্যেকদিন কলমে, মেঘনাথ বাহাদুর থাপা।

— : মানুষের মতো : —
মেঘনাথ বাহাদুর থাপা
জিতপুর মোড়, তেহট্ট, নদীয়া

বহুদিন ছুটি ছুটি একঘেয়ে
নির্জীব হয়ে গেছে ছেলে মেয়ে।
একটানা কাজে থাকা ভালো নয়
একটানা ছুটি দিলে ক্ষতি হয়।

ঘরে ঘরে শিশুরা আবদ্ধ
জমে থাকা পচা জল অশুদ্ধ।
পচা জলে ডিম পাড়ে মশারা
চেয়ে দেখো অশুভ ইশারা।

মাঠগুলো ঘাসে ভরে মনমরা
শিশুগুলো ভেবে ভেবে দিশেহারা।
তালামারা ওই যে পার্ক নয় জঙ্গল
খুলে দিলে হত বড়ো মঙ্গল।

ব্যাধি ভয়ে নিজ গৃহে আটকে
মনো রোগে দেয় ঘাড় বুঝি মটকে।
খাঁচা ভরা ব্রয়লার চুপচাপ শান্ত
অকালেই তবে হবে কি অন্ত ?

জলে ভিজে রোদে পুড়ে শক্ত
টগবগ করবেই সে শরীরে রক্ত।
ধুলোবালি মেখে যারা নির্বোধ
সে শিশুর রবে ভালো প্রতিরোধ।

শিশুকাল যদি হয় পচে নষ্ট
একদিন পাবে গোটা দেশই কষ্ট।
শিশুদের তাই আগে ভালো রাখো
ভবিষ্যৎটাও কিছু ভেবে দেখো।

সবার আগে চাই শিশুর সুরক্ষা
বদ্ধ ঘরে আর কত প্রতিক্ষা ?
খুলে দাও খুলে দাও আগল যত
বেড়ে উঠতে দাও মানুষের মতো।

(2)– : হয়ে যাবে ধন্য : —
মেঘনাথ বাহাদুর থাপা
জিতপুর মোড়, তেহট্ট, নদীয়া

দেহধারী সামনে যা দেখি সবই নশ্বর
কোথা তবে যাব প্রভু সেবিতে ঈশ্বর ?
পাগল ছেলে এক
নয়ন মেলে দেখ
বহুরূপে সম্মুখে তোর তিনি যে ভাস্বর।

স্থির করে দাও প্রভূ আমার কর্তব্য কর্ম
বুঝতে পারি না কভূ ধর্ম কী অধর্ম।
জীবে সেবা কর
পাবে তা ঈশ্বর।
মন থেকে হটা আগে অবিশ্বাসের বর্ম।

জীবে জীবে সদা তিনি থাকেন জাগ্রত
খুঁজে চলিস তোরা বাহিরে অবিরত।
তাই হানাহানি
ভেদ মানামানি
ভুল পথে চলিস বলে আজ অপরিনত।

বহু পথ বহু মত দেখা যায় ধরণীতে
কোন পথ প্রভূ মোরে হবে আজ খুঁজে নিতে ?
দৃষ্টি বদলালে
মন দিয়ে ভাবলে
দেখা যাবে সব ধর্মের মূল বাঁধা একটিতে।

কোথা গিয়ে খুঁজি তবে পাহাড় অরুণ্য
নর আমি একেবারে অধম নগন্য।
হৃদয়ের মধ্যে
কুলাবে সাধ্যে ?
যদি পারিস, এ জীবন হয়ে যাবে ধন্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments