মহিলাকে মারধর,পুলিশের গাড়ি ভাঙচুর,আক্রান্ত পুলিশ কর্মী,গ্রেপ্তার তিন কালনায়।
মহিলাকে মারধর ও পুলিশে গাড়ি ভাঙচুর,আক্রান্ত পুলিশের এই ঘটনার নতুন মোড়,মন্দির নই বরং বৃহস্পতিবার রাতে কালনা থানার অন্তর্গত চা গ্রাম এলাকায় প্রতিবেশীর বাড়িতে একটি ছাগল যাওয়াকে কেন্দ্র করে। বুধনি টুডু নামে এক মহিলার সাথে ঝামেলা অশান্তিতে জড়ায় কিছু প্রতিবেশীরা। এরপরই বুধনি টুডুকে বাড়িতে আটকে রেখে মারধর করতে থাকে এলাকাবাসী। তাকে উদ্ধারে গেলে পুলিশের গাড়িতে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা, ঘটনায় এক পুলিশ ও জখম হয়।
এরপরই গতকাল রাতে সমীর দাস, উজ্জ্বল পোড়েল এবং সনাতন পড়েন তিন জনকে গ্রেফতার করে পুলিশ।আজ শুক্রবার কালনা আদালতে পাঠায় কালনা থানার পুলিশ।
আপনারা দেখতে থাকুন পি সি নিউজ বাংলা।
