মারাঠা জনগোষ্ঠীর জন্য সংরক্ষণের বিষয়টি পুনর্বিবেচনা করতে মহারাষ্ট্র সরকারের আর্জি সুপ্রীম কোর্ট গতকাল খারিজ করে দিয়েছে।

2018 সালে, মহারাষ্ট্র সরকার ,সামাজিক ও আর্থিক ভাবে পিছিয়ে পড়া শ্রেনীর মধ্যে মারাঠাদের সংরক্ষণ দেওয়ার প্রস্তাব পাশ করে। সরকারী চাকরী এবং শিক্ষা প্রতিষ্ঠানে 16 শতাংশ আসন মারাঠাদের জন্য সংরক্ষিত রাখা হয়েছিল। কয়েকজন এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়। সর্বোচ্চ 50 শতাংশ সংরক্ষণের নীতি এতে লঙ্ঘিত হচ্ছে বলে তারা আবেদনে জানায়। বম্বে হাইকোর্ট এ বিষয়ে সিদ্ধান্ত রাখলে তবে 12 শতাংশ সংরক্ষণের পক্ষে মত দেয়। আবেদনকারীরা এই সিদ্ধান্ত অসংবিধানিক বলে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় এবং 2021 এ বিষয়টি খারিজ হয়ে যায়।