মগরাহাটে জমি জমা সংক্রান্ত নিয়ে নিজের বৌমাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ।
উজ্জ্বল সরকার ,মাগুরাহাট দক্ষিণ 24 পরগণা,,,,
দক্ষিণ 24 পরগনা মগরাহাট থানা গোকনী পঞ্চায়েত এলাকায় জায়গা জমি সংক্রান্ত বিরোধী জেরে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপ মারলো নিজের বৌমাকে। ছোট ভাই সুনীল নস্কর এবং স্ত্রী দুজনেই কাজ নিয়ে ব্যস্ত থাকেন। একজন করেন ব্লাড কালেকশন এবং স্ত্রী করেন আইসিডিএস। বহুদিন যাবত জমি জমা নিয়ে উভয়ের মধ্যে বিরোধ চলছিল এবং ভাই দাদাকে বলেন যে আমার দলিলটা ফেরত দিয়ে দে।

এই অবস্থায় দুজনে বলে চলে যায় ডিউটি সেরে ফিরে আসার সময় ভাসুর এবং জা এরা মিলে অতর্কিতভাবে হারালো অস্ত্র দিয়ে বৌমার মাথায় কোম মারে। ধারালো অস্তের কোপে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তড়িঘড়ি করে তার স্বামী অর্থাৎ সুনীলবাবু নিজের স্ত্রীকে মগরাহাট হসপিটাল এ নিয়ে যান। এখন তিনি আশঙ্কাজন অবস্থায় মগরাহাট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি আছেন। যতক্ষণ না পর্যন্ত তার শারীর অবস্থা স্মৃতি সিল হচ্ছে। ততক্ষণ পর্যন্ত কোন পদক্ষেপ নিতে পারছেন না