Wednesday, April 24, 2024
spot_img
spot_img
Homeখবরভ্যাকসিন দেবার জন্য হাসপাতালগুলির কোনো নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেবার প্রয়োজন নেই।

ভ্যাকসিন দেবার জন্য হাসপাতালগুলির কোনো নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেবার প্রয়োজন নেই।

কেন্দ্রীয় সরকার, হাসপাতালগুলিকে ২৪ ঘণ্টাই কোভিড টিকাকরণ কেন্দ্র চালু রাখার অনুমতি দিয়েছে। স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার হর্ষবর্ধন জানিয়েছেন, ভ্যাকসিন দেবার জন্য হাসপাতালগুলির কোনো নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেবার প্রয়োজন নেই।

জনস্বার্থে প্রচার

ইচ্ছে করলে তাঁরা, সময় এগিয়ে বা পিছিয়ে দিতে পারে। এর ফলে আরও বেশি মানুষ কোভিড নাইন্টিনের টিকা নিতে পারবেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভ্যাকসিন দেওয়া হচ্ছে, এমন সমস্ত সরকারী ও বেসরকারি হাসপাতাল যেহেতু কো-উইন ব্যবহারের সঙ্গে যুক্ত, তাই দু’টি ক্ষেত্রেই সরকার, টিকা দেবার কোনো ধরাবাঁধা সময়সীমা না রাখার অনুমতি দিয়েছে।

ডাক্তার হর্ষবর্ধন জানান, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল, বেসরকারি হাসপাতালগুলির সঙ্গে আলোচনা করে ভ্যাকসিনের সময় সারণীর অঙ্গ হিসেবে ১৫ দিন থেকে এক মাস টিকার ‘স্লট’ খোলা রাখতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments