Wednesday, April 24, 2024
spot_img
spot_img
Homeখবরভোট আসে ভোট যায় কিন্তু সাধারণ মানুষের জলের সমস্যা থেকেই যায়।

ভোট আসে ভোট যায় কিন্তু সাধারণ মানুষের জলের সমস্যা থেকেই যায়।

১২ই এপ্রিল ইটাহার: ভোট আসে ভোট যায় কিন্তু সাধারণ মানুষের জলের সমস্যা থেকেই যায়, এমনি অভিযোগ ইটাহার থানার মারনাই অঞ্জলের মারনাই গ্রামের কয়েকশো সাধারণ মানুষের।

স্হানীয় বাসিন্দারা জানান মারনাই অঞ্জলের দীর্ঘ দিনের জলের সমস্যা, বিশেষত চৌত্ত মাসে আরো জলের সমস্যা দেখা দেয়, সরকারী ভাবে কয়েকটি গভীর নলকূপ থাকলেও তা বিকল হয়ে পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে, এমনকি phe দপ্তরের টেপকল গুলো থাকলেও তা ঘোলা জল যা খাওয়ার যোগ্য না, বার বার জনপ্রতিনিধি ও প্রশাসনের নজরে পরলেও কোন ব্যাবস্থা নেই, তাই দীর্ঘদিন ধরে এলাকার, দুই একটি ধনি বাড়িতে

গভীর নলকূপ থাকলেও সেখানে থেকে পানীয় জল নিলেও বত’মানে মূল ভরসা এলাকার কৃষি জমিতে জল ব্যাবহারে, মারসাল ও শেলমেশিনের জলের ভরসা, ফলে মাঠে ঘাটে পানীয় জল আনতে মারনাই গ্রামের মহিলা ও পুরুষরা বাসন পত্র নিয়ে।,নেতা কমি’রা ভোটের প্রচারে ব্যাস্ত থাকলেও মারনাই গ্রামের বাসিন্দাদের দুর দশার কথা কোন খোঁজ নেই বলে অভিযোগ মারনাই গ্রামের সাধারণ মানুষের। যদিও বিধান সভার ভোটের নিষিদ্ধ থাকায় জন প্রতিনিধি ও প্রশাসনের কোন উত্তর পাওয়া যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments