Saturday, April 20, 2024
spot_img
spot_img
Homeজেলাভুয়ো সেনবাহিনীর পরিচয় দিয়ে চাকরির প্রতিশ্রুতি, গ্রেফতার অভিযুক্ত:-

ভুয়ো সেনবাহিনীর পরিচয় দিয়ে চাকরির প্রতিশ্রুতি, গ্রেফতার অভিযুক্ত:-

বাঁকুড়ায় এবার ধরা পড়ল ভুয়ো সেনাকর্মী। তার বয়স এখনো আঠারোই পেরোয়নি‌। দ্বাদশ শ্রেণির ওই পড়ুয়া এক যুবককে সেনাবাহিনীকে চাকরি পাইয়ে দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছিল বলে অভিযোগ।

অভিযুক্তের বাড়ি বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের সেনহাটি কলোনিতে। সে বন্ধুদের জানায় সে সেনাবাহিনীতে চাকরি পেয়েছে। ওই স্কুল পড়ুয়া ফেসবুকে আর্মির উর্দিপরা একাধিক ছবিও পোস্ট করে। স্থানীয় একটি স্টুডিওতে গিয়ে নকল পরিচয়পত্র বানিয়ে সবাইকে দেখাত।

নিজের বন্ধুর দাদাকে ১ লক্ষ ৩০ হাজার টাকার বিনিময়ে সেনাবাহিনীতে চাকরির প্রতিশ্রুতি দেয়। তার প্রতিশ্রুতিতে বিশ্বাস করেছিলেন তার বন্ধুর দাদা। তবে অবশ‍্য দাদা সে টাকা দেয়নি। থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে দ্বাদশ শ্রেণির ওই পড়ুয়াকে আটক করেছে পুলিস। ওই পড়ুয়ার কাছ থেকে দুটি নকল পরিচয়পত্র, একটা সেনার পোশাক ও একটি বাইক উদ্ধার করা হয়েছে।

এদিকে অভিযুক্তের বাবা ছেলের কীর্তিকলাপের কথা জানেই না। বাবার দাবি, ‘ছেলে স্কুলে এনসিসি করত। তবে, নিজেকে সেনাকর্মী পরিচয় দিয়ে যে কান্ড করছে, তা জানতাম না’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments