ভারত-বাংলাদেশের মধ্যে সুসম্পর্ক দৃঢ় করতে চালু হচ্ছে আরও একটি নতুন ট্রেন।আগামী ২৬শে মার্চ নিউ জলপাইগুড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে যাবে এই নতুন ননস্টপ ট্রেনটি।
জনস্বার্থে প্রচারিত
খুব শীঘ্রই নামকরণ এর পাশাপাশি টিকিটের মুল্য ধার্য্য করা হবে বলে জানান দু দেশের রেল আধিকারিকেরা।
বুধবার নিউ জলপাইগুড়িতে এক বৈঠকে মিলিত হন বাংলাদেশ ডি আর এম মহম্মদ সহীদুল ইসলাম,ডি আর এম কাঠিহার রবিন্দ্রর কুমার বর্মা ও ডি আর এম শিয়ালদহ শৈলেন্দর পি সিং।আলোচনা শেষে তাঁরা জানান,ট্রেনটি সপ্তাহে সোম ও বৃহস্পতিবার চলবে,এই পরিষেবা চালু হওয়ার ফলে অর্থনৈতিক ভাবে দু-দেশই লাভবান হবে।