Tuesday, April 16, 2024
spot_img
spot_img
Homeখবরভারতে আবার আসছে টিকটক!

ভারতে আবার আসছে টিকটক!

টিকটক প্রেমীদের জন‍্য সুখবর নতুন নামে আসতে চলেছে টিকটক। ভারতে ফেসবুক-ইনস্টা আরও যা যা সামাজিক মাধ‍্যম আছে, সবার থেকে শীর্ষে ছিল এই টিকটক। কিন্তু চীনের সাথে সংঘাতের কারণে টিকটক সহ নানারকম চিনা অ্যাপ বন্ধ করে দেওয়া হয়। কিন্তু ইউজারদের জন‍্য নতুন সুখবর টিকটক আসছে অন‍্য নামে।

ভারতে নিষিদ্ধ হওয়ার পর এই অ্যাপ ২০ কোটি ইউজারকে হারায়। এই সংস্থা বিশাল ক্ষতির মুখে পড়ে যায়।

ByteDance সংস্থার শর্ট ফর্ম ভিডিও অ্যাপ্লিকেশনটি কন্ট্রোলার জেনারেল অফ পেটেন্টস (নাম স্বত্ত্বাধিকারী)-এ অ্যাপ্লিকেশনটির নয়া নামের জন্য গত ৬ ই জুলাই ফাইল জমা দিয়েছে৷  যার নতুন নাম হবে ‘TickTock’। আগে নাম ছিল ‘TikTok’। তবে অ্যাপটি প্রযুক্তিগত এবং জিজাইনের দিক দিয়ে আলাদা হবে। শুধু ফিচারগুলি থাকবে আগের মত।

টিপস্টার মুকুল শর্মা এই সংবাদটি টুইটারে শেয়ার করেছেন।

তবে কবে চালু হবে অ্যাপটি তা জানা যায়নি।

প্রসঙ্গত, ২০২০তে টিকটক সহ মোট ৫৯টি চিনা অ্যাপে নিষেধাজ্ঞা আরোপ করেছিল ভারত। ভারতের সার্বভৌমত্ব,সংহতি, প্রতিরক্ষা, দেশের নিরাপত্তা ও শৃঙ্খলার ক্ষেত্রে বিপজ্জনক বলে জানিয়ে সেগুলিকে নিষিদ্ধ করা হয় সরকারের তরফে।

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments