Thursday, July 18, 2024
spot_img
spot_img
Homeখবরভারতীয় বায়ুসেনা এবং ফরাসী এয়ার ও স্পেস ফোর্স অংশ নেবে।

ভারতীয় বায়ুসেনা এবং ফরাসী এয়ার ও স্পেস ফোর্স অংশ নেবে।

ভারত ও ফ্রান্সের বিমান বাহিনী যৌথ মহড়া আজ শুরু হচ্ছে। রাজস্থানের যোধপুরে এই মহড়ায় ভারতীয় বায়ুসেনা এবং ফরাসী এয়ার ও স্পেস ফোর্স অংশ নেবে।

ডেসার্ট নাইট টোয়েন্টি ওয়ান শীর্ষক চার’দিনের এই মহড়ায় ফ্রান্সের পক্ষ থেকে রাফালে, এয়ারবাস এ-৩৩০, মাল্টিরোল ট্যাঙ্কার ট্রান্সপোর্ট-এমআরপিটি সহ বেশকিছু বিমান ও প্রায় ১৭৫ জন বায়ুসেনা কর্মী অংশ নেবেন।

জনস্বার্থে প্রচারিত 

অন্যদিকে ভারতীয় বিমান বাহিনীর তরফেও থাকছে মিরাজ-২০০, সুখোই-৩০, রাফালে, আইএল-৭৮, AWACS এর মতো বিমান।

ভারত-ফ্রান্স প্রতিরক্ষা সহযোগিতার অঙ্গ হিসাবে এর আগেও দু’দেশের মধ্যে ছ’বার যৌথ বিমান মহড়ার আয়োজন করা হয়। তবে এবার দু’দেশের তরফেই রাফালে বিমান অংশ নেওয়া এই মহড়া বিশেষ তাত্পর্যপূর্ণ হয়ে উঠেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments