রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন বলেছেন, ভারতীয়রা অত্যন্ত প্রতিভাবান এবং দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যেতে তারা বদ্ধপরিকর। জাতীয় ঐক্য দিবসে রুশ হিস্টোরিক্যাল সোসাইটির দশম বার্ষিকী উপলক্ষে এক সভায় তিনি ভাষণ দিচ্ছিলেন। গত সপ্তাহে রাষ্ট্রপতি পুতিন,ভারতের সঙ্গে রাশিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে স্বাধীন বিদেশ নীতি অনুসরনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানান। উল্লেখ্য,আগামী সোমবার বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের দুদিনের সফরে মস্কো যাবেন।
ভারতীয়রা অত্যন্ত প্রতিভাবান এবং দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যেতে তারা বদ্ধপরিকর, ভ্লাদিমির পুতিন।
- Advertisment -