Saturday, April 20, 2024
spot_img
spot_img
Homeখবরবৈঠকে গতকালও তেমন কোন সমাধান সূত্রে পৌঁছনো যায়নি। আগামীকাল আবার বৈঠক বসবে।

বৈঠকে গতকালও তেমন কোন সমাধান সূত্রে পৌঁছনো যায়নি। আগামীকাল আবার বৈঠক বসবে।

কেন্দ্র ও কৃষক সংগঠনগুলির মধ্যে দশম দফার বৈঠকে গতকালও তেমন কোন সমাধান সূত্রে পৌঁছনো যায়নি। আগামীকাল আবার বৈঠক বসবে।

জনস্বার্থে প্রচারিত

নতুন দিল্লির বিজ্ঞানভবনে গতকালের এই বৈঠকের পর কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমার সাংবাদিকদের বলেন সরকার এক বা দেড় বছরের জন্যে কৃষি আইন রুপায়ণ স্থগিত রাখতে পারে বলে তিনি কৃষকদের প্রস্তাব দেন। তাঁরা এ ব্যাপারে নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে তা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।

 

শুক্রবারের বৈঠকে কৃষকরা এ ব্যাপারে নিজেদের অবস্থান জানিয়ে দেবেন। আলোচনা সঠিক পথেই এগিয়ে চলেছে বলে কৃষিমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন।

আগামী বৈঠকে সঠিক সমাধান খুঁজে পাওয়া যাবে বলেও তিনি আশা প্রকাশ করেন। বৈঠকে শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযুষ গয়াল এবং প্রতিমন্ত্রী সোম প্রকাশ ও উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments