Thursday, April 25, 2024
spot_img
spot_img
Homeখবরবেহুলা নদীর পাড়ে পুসি সর্দারের বাড়িতে বেরিয়ে পড়ল প্রাচীন বিষ্ণুমূর্তি।

বেহুলা নদীর পাড়ে পুসি সর্দারের বাড়িতে বেরিয়ে পড়ল প্রাচীন বিষ্ণুমূর্তি।

বেহুলা নদীর পাড়ে পুসি সর্দারের বাড়িতে বেরিয়ে পড়ল প্রাচীন বিষ্ণুমূর্তি।
বাড়ির উঠোন খুঁড়তেই বেরিয়ে পড়ল প্রাচীন বিষ্ণুমূর্তি, এদিন দুপুরে, নদীয়া জেলার নাকাশিপাড়া ব্লকের মুড়াগাছা পঞ্চায়েতের গাছা বাজারের বেজপাড়া গ্রামে মাটির নিচ থেকে তিনটি মূর্তি পাওয়া যায়।

আদি পুরনো বিষ্ণুমূর্তি।ঘটনায় এলাকায় হইচই পড়ে যাই। খবর পেয়ে বিভিন্ন এলাকা থেকে আদি পুরনো বিষ্ণুমূর্তি দেখতে আসে দর্শনার্থীরা। স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে বেজপাড়ার পুসি সর্দারের বাড়িতে কাজ চলছিল। এদিন দুপুরে মাটি কাটতে গিয়ে কালো পাথর দেখতে পাই, তারপর আরো গভীরে যেতেই দেখতে পাই বিষ্ণুমূর্তির। পরে তিনটি মূর্তি তুলে আনা হয়, বিশেষজ্ঞদের প্রাথমিক অনুমান, সেগুলি দশম একাদশ শতকে তৈরি বিষ্ণুমূর্তি।

মাটির তলা থেকে বেরোনো আদি পুরনো বিষ্ণুমূর্তি।পরিবারে লোকজন সেগুলি ধুয়ে বাড়ির উঠানেই পুজো শুরু করেছেন। নদীয়া জেলার নবদ্বীপ পুরাতত্ত্ব পর্শদের সাধারণ সম্পাদক শান্তিনিঞ্জন দেব বলেন, ওই মূর্তিগুলি দেখে সাধারণ ভাবে মনে হচ্ছে, সেগুলি সেন রাজত্বকালের। লক্ষণ সেনের গৃহদেবতা শিব হলেও তিনি নিজে বিষ্ণু ভক্ত ছিলেন। পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে বিষ্ণুর মন্দির আছে যা সেন রাজত্বকালে তরি বলেই জানা গিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments