বেশ কিছু দলীয় এবং সরকারি কর্মসূচি নিয়ে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস প্রধান মমতা ব্যানার্জি নদিয়া জেলা সফরে যাচ্ছেন।
আগামী মঙ্গলবার বিকালে তিনি কলকাতা থেকে রওনা হয়ে সন্ধ্যায় কৃষ্ণনগরে পৌঁছবেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। বুধবার তার সেখানে একটি দলীয় জনসভায় যোগ দেওয়ার কথা। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর জেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করতে রানাঘাটের হাবিবপুর প্রশাসনিক বৈঠকের কর্মসূচি রয়েছে। সেখানে তিনি বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করবেন বলে সূত্রের খবর। ওই দিনই তার কলকাতায় ফেরার কথা।