বীরভূমের ইলামবাজার ব্লকের শান্তি পূর্ণভাবে পালিত হল ঈদুল ফিতর।ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলী এবং শীর্ষা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কমপক্ষে 15 টি ঈদগাহে শান্তিপূর্ণভাবে ঈদের নামাজ পালিত হয়। মূল নামাজটি হয় জয়দেব কেন্দুলী গ্রাম পঞ্চায়েত অন্তর্গত সাহাপুর গ্রামের পাথর ঈদগা ময়দানে।কমবেশি ছয় হাজার লোকের জামায়াত হয় এই ঈদগাহ ময়দানে ঈদগাহের ইমাম শেখ মুজিবুর রহমান জনসাধারণ ও উদ্দেশ্যের সম্প্রীতির বার্তা দেন। একে অপরের সঙ্গে সৌহার্দ্য বজায় রেখে ঈদ উৎসব উদযাপনের পরামর্শ দেন। বিভিন্ন ঈদগাহ ময়দানে কচিকাচাদের যথেষ্ট ভিড় লক্ষ্য করা গেছে। ইলামবাজার থানা ও জয়দেব পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে যথেষ্ট পুলিশ প্রশাসনের এবং নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছিল বিভিন্ন ঈদগাহ ময়দানে। ইলামবাজার থানার ওসির তন্ময় ঘোষ এবং জয়দেব পুলিশ ফাড়ি আইসি সাকিব সাহাব এক প্রেস বার্তায় সাংবাদিকদের জানান ইলামবাজার ব্লকের সমস্ত ঈদগাহ ময়দানে যথেষ্ট নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে।যাতে কোন রকমের অসুবিধা না হয় সেই দিক দিয়ে যথেষ্ট নজর রাখছে পুলিশ। একইভাবে পুরো এলাকা কড়া নজরদারির মধ্যে রাখা হবে বলে জানিয়েছেন অফিসারেরা।।
জয়দেব কেন্দুলী থেকে মোহাম্মদ ফিরোজের রিপোর্ট বীরভূম।