বিয়ে করতে রাজি হওয়ায়, সারারাত যৌন নির্যাতনের শিকার একাদশ শ্রেণীর ছাত্রী।
স্প্রে দিয়ে,অচৈতন্য করে যৌন নির্যাতনের শিকার একাদশ শ্রেণীর ছাত্রী। অভিযোগ হুগলিতে।নির্যাতিতার পরিবার, হুগলির পোলবা থানায় গণধর্ষণ এর অভিযোগ দায়ের করেন।গ্রেফতার হয়েছে তিনজন, ইতিমধ্যেই স্থানীয় সূত্রে খবর, ঐ ছাত্রীটি শনিবার সন্ধ্যায় , পোলবার আকনাই টিউটোরিয়ালে পড়তে গিয়েছিল। রাত আটটা বেজে পার হয়ে গেলেও,ছাত্রীটি বাড়ি না ফেরায়,তার মা টিউটোরিয়ালের এক শিক্ষক কে ফোন করে। তিনি জানতে পারেন, হোয়াটসঅ্যাপ এ আগেই জানিয়ে দেওয়া হয় টিউশন হবে না বলে। তারপর থেকেই,খোঁজ চালায় রাতভর ছাত্রীটির পরিবার। সারা রাত খোজ না পেয়ে,পুলিশের দ্বারস্থ হয় শেষ অবধি ছাত্রীটির পরিবার।সাইকেল নিয়ে তারপর দিন রবিবার ভোরেই,নিজেই ছাত্রীটি বাড়ি ফিরে।
বিউর রিপোর্ট,পিসি নিউজ বাংলা।সবার সাথে,সবার পাশে।
আপনি হয়ে যান রিপোর্টার। আপনার এলাকায় ঘটে যাওয়া ঘটনা আমাদের জানান:- 9434674111