মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী দলের কর্মীদের সমস্ত বিভেদ ভুলে এক সঙ্গে দলের কাজ করার আহ্বান জানিয়েছেন।
জনস্বার্থে প্রচারিত
উত্তর দিনাজপুরের রায়গঞ্জে স্টেডিয়াম ময়দানে দুই দিনাজপুরের দলীয় কর্মীদের সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, মানুষের সেবায় দলের কর্মীদের কাজ করতে হবে। দলত্যাগীদের কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, সুযোগ পেয়ে কিছু মানুষ নিজের আখের গুছিয়ে নিয়েছে।
আরও বেশকিছু পাবার আশায় তাঁরা অন্য দলে যোগ দিচ্ছে। বিজেপি-র রথযাত্রাকে তীব্র কটাক্ষ করে একে ভোগের রথ’ বলেও তিনি উল্লেখ করেছেন।