Friday, March 29, 2024
spot_img
spot_img
Homeখবরবিভিন্ন প্রান্তে করোনার টীকা পৌঁছে দিতে পেরে দেশ সম্মানিত বোধ করছে বলেও...

বিভিন্ন প্রান্তে করোনার টীকা পৌঁছে দিতে পেরে দেশ সম্মানিত বোধ করছে বলেও তিনি জানান। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আত্মনির্ভর অভিযান সমগ্র মানবজাতির জন্য সম্পদ ও মূল্যবোধ সৃষ্টি করবে এবং এই উদ্যোগ সারা বিশ্বের পক্ষে হিতকর। শ্রী মোদী আজ স্বামী চিদভাবানন্দর ভগবৎ গীতার কিন্ডল সংস্করণের ভার্চুয়াল উদ্বোধন করে ভাষণ দিচ্ছিলেন। তিনি বলেন, গোটা পৃথিবী বর্তমানে অতিমারীর বিরুদ্ধে লড়াই করছে।

যে মুহূর্তে বিশ্বের ওষুধের প্রয়োজন তখন ভারত যতটা সম্ভব করেছে। দেশের বিজ্ঞানীরা অতি দ্রুততার সঙ্গে গবেষণা চালিয়ে নিজস্ব প্রতিষেধক তৈরি করেছেন।বিশ্বের বিভিন্ন প্রান্তে করোনার টীকা পৌঁছে দিতে পেরে দেশ সম্মানিত বোধ করছে বলেও তিনি জানান।

জনস্বার্থে প্রচার

ভগবৎ গীতার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এটি জ্ঞানের এক অমূল্য উৎস।গীতা আমাদের ভাবতে শেখায়, প্রশ্ন করতে উদ্বুদ্ধ করে এবং মনকে উন্মুক্ত রাখতে সাহায্য করে।

তিনি বলেন, বর্তমানে বিশেষত: যুব সমাজের কাছে, ই-বুক জনপ্রিয়তা লাভ করছে। এই সংস্করণ, যুব সম্প্রদায়কে মহৎ গীতার চিন্তাভাবনার সঙ্গে আরো বেশী সংযুক্ত করবে বলেও তিনি উল্লেখ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments