পশ্চিম মেদিনীপুর মেদিনীপুরের বিভিন্ন প্রান্ত এবং সবংয়ে বিভিন্ন এলাকা থেকে উদ্ধার হওয়া বিভিন্ন ধরনের বোমা নিষ্ক্রিয় করার কাজে নামলো সবং থানার পুলিশ।
প্রথম দুই দিনে 10 টি বোমা নিষ্ক্রিয় করা হলো। প্রসঙ্গত 2021 এর বিধানসভা নির্বাচনের আগে এলাকায় শান্তি ফেরাতে ও ভোটের কাজ শান্তিপূর্ণ ভাবে করতে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে কয়েকশো বোমা উদ্ধার করে পুলিশ প্রশাসন।বিভিন্ন ব্লকে এবং বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার হয়েছে এসব বোমা।
প্রথম ও দ্বিতীয় দফায় নির্বাচন চলাকালীন সে গুলোকে মজুদ করে রাখা থানার বিভিন্ন জায়গায়।নির্বাচন দু’দফায় শেষ হয়েছে জঙ্গলমহলে।এরপর বাকি দফাগুলোতে রাজ্যের বিভিন্ন প্রান্তে নির্বাচন শুরু হওয়ায় এবার সেই উদ্ধার হওয়া বোমা নিষ্ক্রিয় করার কাজে নেমেছে সবং থানা পুলিশ প্রশাসন। গতকাল থেকে শুরু হয়েছে এই নিষ্ক্রিয় করার কাজ।আজ দ্বিতীয় দিনে প্রায় দশটি বোমা নিষ্ক্রিয় করল পুলিশ।