আজ বাংলায় ভোট নিয়ে দিল্লিতে বিজেপির (BJP) সদর দফতরে জরুরি বৈঠক। দুপুর তিনটের সময় হবে সেই বৈঠক। রাজ্য বিজেপির বিভিন্ন পদাধিকারী নেতারা ওই বৈঠকে উপস্থিত থাকবেন বলে জানা যাচ্ছে। আজকের এই বৈঠকে উপস্থিত হতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) বলে জানা যাচ্ছে।
সুত্রের খবর, দলের কাজের গতিপ্রকৃতি নিয়ে আলোচনা হতে পারে। পর্যালোচনা হবে অমিত শাহ-জেপি নাড্ডার বঙ্গ সফর নিয়েও। মূলত আসন্ন বিধানসভা ভোটের রণকৌশল ঠিক করতেই আজকের এই বৈঠক।