করোনা আবহে যেহেতু এবার এই দুই কেন্দ্রে ভোট হচ্ছে, তাই নির্বাচন কমিশন প্রচারের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আরোপ করেছে। দুই কেন্দ্রেই সমস্ত প্রার্থীর সমস্ত রকম প্রচারের ক্ষেত্রে আগামী ২০ তারিখ পর্যন্ত নিষেধাজ্ঞা রয়েছে। এই নিষেধাজ্ঞা ওঠার পর আগামী ২২ সেপ্টেম্বর মুর্শিদাবাদে মমতা ব্যানার্জি আসতে চলেছেন। জঙ্গিপুরে রাজ্যের প্রাক্তন শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেনের সমর্থনে প্রচার করতে।
২০২১-এর বিধানসভা নির্বাচনে সামশেরগঞ্জ কেন্দ্রে কংগ্রেস প্রার্থী এবং জঙ্গিপুর কেন্দ্রে বামপ্রার্থীর মৃত্যুতে করোনা আবহে এই দুই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত হয়ে যায়।
সম্প্রতি জাতীয় নির্বাচন কমিশন ভবানীপুর কেন্দ্রের উপনির্বাচনের সাথে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ এবং জঙ্গিপুর কেন্দ্রের নির্বাচনের দিন ঘোষণা করেছে। ৩০ সেপ্টেম্বর মুর্শিদাবাদের দুই কেন্দ্রে হতে চলেছে বিধানসভা নির্বাচন।
২০১৬ বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী জাকির হোসেন জঙ্গিপুর কেন্দ্র থেকে এবং আমিরুল ইসলাম সামশেরগঞ্জ কেন্দ্র থেকে বিজয়ী হন। রাজ্যে বিধানসভা নির্বাচনে দুরন্ত জয় পেয়ে তৃতীয় বারের জন্য ক্ষমতায় আসার পর তৃণমূল নেতৃত্ব প্রায় নিশ্চিত এবারও এই দুই কেন্দ্র তাদেরই দখলে থাকবে।
জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র গৌতম ঘোষ বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যায় তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির মুর্শিদাবাদের জঙ্গিপুর কেন্দ্রে প্রচারে আসার বিষয়টি নিশ্চিত হয়েছে।’
তিনি জানান, ‘তার কর্মসূচি ঠিক হওয়ার পর আমরা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি জঙ্গিপুরের এমডিআই মাঠে তার সভা হবে। নির্বাচন কমিশনের নির্দেশে যেহেতু কোনও সভাতে এক হাজারের বেশি লোকের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে তাই আমরা কোভিড প্রোটোকল মেনে ওই সভাতে যাতে এক হাজারের বেশি লোক না আসে তা নিশ্চিত করব।’
তিনি আরও জানান, ‘প্রাথমিকভাবে আমাদের সিদ্ধান্ত হয়েছে ২২ তারিখে মমতা ব্যানার্জির হেলিকপ্টার এমডিআই-এর হেলিপ্যাডে নামবে। তারপর সেখান থেকে তিনি সোজা সভাস্থলে জাকির হোসেনের সমর্থনে প্রচারে চলে যাবেন।’